শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি
দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি

দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশও দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, দেশের প্রয়োজনে দায়িত্ব পালন করতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৮ অক্টোবর আহত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পুলিশ প্রধান বলেন, ঘুমধুম সীমান্তে বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন মিলে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করছে। দেশের প্রয়োজনে দায়িত্ব পালন করতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বর্তমান সীমান্ত পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এসব এলাকায় পুলিশের উপস্থিত বৃদ্ধিসহ পেট্রোল ডিউটি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সকল সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে।
সীমান্তের ওপারে উত্তেজনার ঘটনায় পুলিশকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। জেলা পুলিশসহ এপিবিএন সতর্ক অবস্থায় আছে। সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। তারা দায়িত্ব পালনে যে সহযোগিতা চাচ্ছে আমরা সেই সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন,পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা মিলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে দুইজন নিহতের ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, কে মর্টারশেল নিক্ষেপ করেছে তা এখনো সুনিশ্চিত না। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাতনামা। তদন্তে যাদের নাম আসবে পরবর্তীতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =