শেরপুরের শ্রীবরদীতে একটি তক্ষকসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার কুরুয়া বাজার থেকে রাতে তাদের গ্রেফতার করা হয়। ওইসম তাদের কাছ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার লক্ষীখোলা গ্রামের আক্তার হোসেনের ছেলে ফরহার (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল হামিদ চুন্নুর ছেলে পারভেজ (৩৫)।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে উপজেলার কুরুয়া বাজারের কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিলেন তারা। বন্যপ্রাণী রক্ষা আইনে মামলার পর তাঁদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।