শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৮ জানুয়ারি রবিবার ও ২৯ জানুয়ারি সোমবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মাসুদ রানা ওরফে খোকন (২৮), ফজলুল রহমানের ছেলে মঞ্জুরুল হাসান (২০) ও একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত পৌনে ৮টার দিকে নালিতাবাড়ী বাজার ছিটপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানা ওরফে খোকন ও মঞ্জুরুল হাসানকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ খেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার রাত ৯টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে নালিতাবাড়ী উপজেলার উত্তর কাপাশিয়া গ্রাম থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।