শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় টানা চতুর্থবার স্পিকার হলেন শিরীন শারমিন
টানা চতুর্থবার স্পিকার হলেন শিরীন শারমিন

টানা চতুর্থবার স্পিকার হলেন শিরীন শারমিন

জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে পুনর্নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন তিনি।
এর আগে বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়।
সংসদে সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন না থাকায় কণ্ঠভোটে স্পিকার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।
এরপর সংসদ ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 8 =