বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত প্রতিবেশীসুলভ আচরণ করেছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিরোধী পক্ষ কোনো কোনো দেশের সহযোগিতায় পরিস্থিতি অস্থিতিশীল করতে চেয়েছিল। সেক্ষেত্রে ভারত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পক্ষে ছিল। নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতিতে ভারত আমাদের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করেছে।
রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো চিড় ধরবে না। আমি মনে করি, সংশয় ও অবিশ্বাসের দেয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘রাজনীতি নিয়ে দুই দেশের মধ্যে অভিন্ন মত আছে। তবে অসাম্প্রদায়িকতা, জঙ্গি দমন এসব বিষয়ে উভয়পক্ষই এক।’
এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা নিয়ে একটি চ্যালেঞ্জ আছে। এ নিয়ে বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। আমরা কাজে বসে গেছি।’
রাখাইনদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছিল তখন অনেক উসকানি ছিল। বাংলাদেশ উসকানিতে পা দেয়নি। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাতে যাবে না। আলোচনা করে সমাধান করবে বাংলাদেশ।’
ড. ইউনূসের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গরিব মানুষের টাকা আত্মসাৎ করে সরকারকে দোষারোপ করা উচিত নয়। সরকার নয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন।’