শেরপুরের নকলায় নাসির উদ্দিন (৬০) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে পৌর শহরের কুর্শবাদাগৌর (দড়িপাড়া) এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে একই এলাকার মৃত আজিমদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার ধুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন নাসির উদ্দিন। পরিবারের লোকজন শুক্রবার দুপুরে নাসির উদ্দিনের ঘরে গিয়ে দেখে গলায় রশি দিয়ে শয়ন কক্ষের ধন্যার সাথে ঝুলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ নাসির উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি।
নকলা থানার এসআই মোঃ সাদ্দাম হোসেন জানান, আমরা নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেছি। লাশের ময়নাতদন্তের প্রস্তুতিসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।