শেরপুর-১ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন পুলিশ সুপার মোনালিসা বেগম বিপিএম-সেবা। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে নব নির্বাচিত ওই ২ সংসদ সদস্য পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে তারা স্ব-স্ব অবস্থান থেকে শেরপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পরস্পর মিলেমিশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল উপস্থিত ছিলেন।