শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
ঝিনাইগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

ঝিনাইগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে জাইকা ও সরকারী অর্থায়নে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচুঁ নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বেঞ্চ বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরনবী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেট শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানা গেছে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( UGDP) আওতায় ২০২৩/২৪ অর্থ বছরে জাইকার অর্থায়নে ১৯ লাখ ৪৬ হাজার টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ২১৭ জোড়া উচুঁ নিচু বেঞ্জ বিতরন করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 13 =