একদিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম কমল ভরিতে ১১৬৭ টাকা থেকে ১৭৫০ টাকা পর্যন্ত। আগামীকাল শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ভরিতে দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা। ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমে দাম হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে ৯০ হাজার ৫৭১ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৭৫ হাজার ৪৬৬ টাকা। দাম কমেছে ১ হাজার ১৬৭ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের রূপার ভরি ২ হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতিতে রূপার ভরির দাম রয়েছে ১ হাজার ২৮৩ টাকা।