শেরপুরের নকলায় জয় ডিজিটাল সেন্টার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৫ম তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমীসহ অন্যান্য গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ জানান, প্রথমধাপে দেশের ৮০টি উপজেলার ৪ তলা ভবনের ৫ম তলায় জয় ডিজিটাল সেন্টার নির্মাণ করা হবে যার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা।
এখানে ২টি কম্পিউটার ল্যাব থাকবে। প্রতিটি ল্যাব হবে ২০ আসন বিশিষ্ট। প্রতি ব্যাচে ৪০ জন করে শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।