শেরপুর সদরে আন্তঃজেলা ডাকাত দল ‘মস্কো বাহিনী’র প্রধান ‘চোরা মস্কো’কে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় চুরি করে নিয়ে আসা একটি গরুও উদ্ধার করা হয়।
রোববার ভোরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মস্কো (৫৯) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত শহর মিয়ার ছেলে।
যোগিনীমুড়া গ্রামের ইউপি সদস্য মুন্নাফ আলী বলেন, গেল রাতে মস্কো যোগিনীমুড়া উত্তরপাড়ার সূতারবাড়ি জাহাঙ্গীর মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে চুরি করতে গিয়ে ব্যর্থ হন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে উত্তরপাড়ার মৃত ইফাজ উদ্দিনের ছেলে ও মস্কোর খালাতো ভাই এমদাদ ওরফে এনদাল মিয়ার ঘরে লুকিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা এনদালের ঘরের ভেতরে লুকিয়ে থাকা মস্কোকে খুঁজে পায় এবং চুরি করা একটি গরু পাশেই কলাবাগানে দেখতে পায়। এরপর তাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে জনতা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্কোকে আটক করে এবং চুরির গরুটিও জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।