শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বুধবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক।
দিবসটি উপলক্ষে সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওইসময় শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশিত দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, ফখরুল মজিদ খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমাসহ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন