দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল হক মনি সংবাদ সম্মেলন করেছেন। ৪ (জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে শহরের চাপাতলীস্থ তার নির্বাচনী প্রচারণার মূল কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে। আমার কোন কর্মী বা সমর্থক কোন হুমকির মধ্যে পড়েনি। নির্বাচনের দিন পর্যন্ত পরিবেশ ভালো থাকলে আমি নিশ্চিত বিজয়ী হবো। আর বিজয় হলে আমার প্রথম কাজই হবে অবহেলিত চলাঞ্চলের দীর্ঘদিনের দুঃখ ব্রহ্মপুত্র হতে চরশেরপুর ইউনিয়ন পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্রের নদের বেরি বাঁধটি পুনঃনির্মান করা হবে। তারপর পর্যায়ক্রমে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবী মেডিকেল কলেজ, কৃষি ভার্সিটি ও রেল লাইনের কাজ শুরু করবো।
মতবিনিময় সভায় মাহমুদুল হক মনির সহধর্মিণী, জাপানেতা আব্দুর রশিদ বিএসসি, শফিকুল ইসলাম ঠান্ডা, এস এম আশরাফুল, হারুন জিলানীসহ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।