শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীর ২ শতাধিক জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের পক্ষ থেকে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। গারো পাহাড়ের ক্ষুদ্র্র নৃ- গোষ্ঠীর জনসাধারণ কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শেরপুর জেলা সভাপতি সাবরিনা সুলতানা সানু। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ।
ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কাইয়ুম খান সিদ্দিকী প্রমুখ।