শেরপুরে কেক কেটে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপির ৬৬ তম জন্মদিন পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
১ ডিসেম্বর শুক্রবার সন্ধায় শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শহর আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের আয়োজনে হুইপ আতিকের জন্মদিন উপলক্ষে ২টি কেক কাটা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।কেক কাটা শেষে জেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান হুইপ আতিককে।