শেরপুরে শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। ১ ডিসেম্বর শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো: আরিফ রেজা, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।