তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে এসে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি সাকিব।
এর আগে, প্রতিনিধির মাধ্যমে একসঙ্গে তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাকিব আল হাসান। আসন তিনটি হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি (রোববার) একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।
