শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি যুবদলের সাবেক সভাপতি নীরবের কারাদণ্ড
যুবদলের সাবেক সভাপতি নীরবের কারাদণ্ড

যুবদলের সাবেক সভাপতি নীরবের কারাদণ্ড

রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির সাত কর্মীর ২ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাদের। যা অনাদায়ে আরও সাত মাসের কারাভোগ করতে হবে। সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এই রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক।
এর আগে কারাগার থেকে নীরবকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি ছয় পলাতক আসামির বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + twenty =