শেরপুর: ময়মনসিংহ প্রেসক্লাব’র বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন শেরপুরের তিন জন। তাদের এ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিকে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বর্ষসেরা তালিকায় রয়েছেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, চ্যানেল টুয়েন্টি ফোরের শেরপুর প্রতিনিধি ও শেরপুরের প্রথম অনলাইন শেরপুর টাইমসের স্টাফ রিপোর্টার এবং শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী এবং প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বর্ষসেরা তালিকায় রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।
বর্ষসেরা সাংবাদিকের তালিকায় সেরা নির্বাচিত হওয়ায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুরে ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন ভয়েজ অব ঝিনাইগাতীর সভাপতি জাহিদুল হক মনির, আজকের তারণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।