দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে শেরপুরে আনন্দ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আব্দুল্লাহ আল মামুন, দেবাশীষ ভট্টাচার্য, শামীম হোসেন, চন্দন সাহা, সাইফুল ইসলাম ভুট্টো, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, বিনয় কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ভিপি মোহাম্মদ বায়েযীদ হাছান ও মনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি ও শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও রেজাউল করিম রেজা প্রমুখ।
মিছিল শেষে শহরের নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। বক্তারা নির্বাচন ঘিরে তফসিলকে স্বাগত জানান ও নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহবান জানান।
মিছিলে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।