নিজস্ব প্রতিনিধি: শেরপুর জেলার আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোকতাদিরুল আহমেদ।
এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীজেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শেরপুর সদর উপজেলা ও ঝিনাইগাতী উপজেলা দল অংশ নেয়। এতে শেরপুর সদর উপজেলা ১-০ গোলে ঝিনাইগাতী উপজেলা দলকে পরাজিত করে। আন্তঃউপজেলা টুর্নামেন্টে উপজেলার ৫ টি দল নক আউট পদ্ধতিতে খেলবে।
