শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহে বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১
ময়মনসিংহে বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

ময়মনসিংহে বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

ময়মনসিংহে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ছয় শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছেন। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর চরকালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা (২৫), কোহিনুর ৪০, ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ইদ্রিস আলী নামের জনৈক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা করা হতো। ওই দোকানে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় দোকান ও আশপাশে থাকা শিশু-নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতদের সার্জারি ৬, ১০ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here