শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে র‍্যাংক ব্যাজ পরালেন ডিআইজি
পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে র‍্যাংক ব্যাজ পরালেন ডিআইজি

পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে র‍্যাংক ব্যাজ পরালেন ডিআইজি

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ার তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
১৪ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত শেরপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
ওইসময় শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএমসহ ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো. খোরশেদ আলমকে পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়। তিনি ২৯ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই বহুল প্রত্যাশিত পদোন্নতিতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here