শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ডোনাল্ড লুর চিঠি তফসিলে প্রভাব ফেলবে না: ইসি সচিব
ডোনাল্ড লুর চিঠি তফসিলে প্রভাব ফেলবে না: ইসি সচিব

ডোনাল্ড লুর চিঠি তফসিলে প্রভাব ফেলবে না: ইসি সচিব

শর্তহীন সংলাপে বসতে প্রধান তিন রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পাঠানো চিঠি আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সচিব জাহাংগীর আলম বলেন, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে, তা আগামীকাল বুধবার সকাল ১০টায় সাংবাদিকদের জানানো হবে।
সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, ডোনাল্ড লুর চিঠির কোনো প্রভাব তফসিল ঘোষণার ক্ষেত্রে পড়বে কি না। জবাবে ইসি সচিব বলেন, ‘না।’
তিনি আরও বলেন, চিঠিটি সংলাপের আহ্বান জানিয়ে কি না, সেটা কমিশন অবহিত নয়। কারণ চিঠি কমিশনের কাছে আসেনি। কমিশন সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে ঘোষিত রোডম্যাপ (পথনকশা) অনুযায়ী এগিয়ে যাবে।
এর আগে সংলাপ আয়োজনের জন্য প্রধান তিন রাজনৈতিক দলকে চিঠি দেওয়ার বিষয়টি সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে নিশ্চিত করেন। জাতীয় পার্টি (জাপা) ও বিএনপির পক্ষ থেকে চিঠি পাওয়ার কথা জানানো হলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আওয়ামী লীগ।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করে না দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সব পক্ষকে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া সংলাপে বসার আহ্বান জানাচ্ছে। এতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা করা ভিসানীতির বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ভিসানীতি প্রয়োগ করা হবে।
এর মধ্যে বুধবার সকালে ইসি সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 1 =