নিজস্ব প্রতিনিধি : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বিদায়ীরা হলেন, উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল বার্সেদ, সহযোগী অধ্যাপক রাশেদ কারামী, সহকারী অধ্যাপক মো: আজাদুল ইসলাম। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উদ্ভিদ বিভাগের আয়োজনে কলেজের সভা কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুনুর রশিদ।
উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিয়ামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব, শিক্ষক সংসদের সম্পাদক মো: শাকের আহম্মদ চৌধুরী।
এসময় অন্যন্য মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী প্রফেসর আরিফুর রহমান আকন্দ, সহকারী প্রফেসর মো: শফিকুল ইসলাম, সহকারী প্রফেসর জে.এম বদরুজ্জামান, লেকচারার মো: সোহাগ ইমরান, লেকচারার রওশন আলম মিঠু, লেকচারার মো: রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে তিন শিক্ষকের বদলিজনিত কারণে উদ্ভিদ বিভাগ থেকে তাদেরকে বিদায়ী সংবর্ধনা সম্মাননা কেস্ট ও উপহার দেওয়া হয়। এসময় প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।