শেরপুরের শ্রীবরদীতে বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।
ওইসময় তিনি বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি। তাই বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে আইনের মাধ্যমে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিক আল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, অধ্যক্ষ আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান ও শাহ জামাল আশিক, শিশু ও নারী কল্যাণ সভানেত্রী বেগম মিনুয়ারা মিনু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদ আহমদ আকন্দ, সহকারি সমাজসেবা কর্মকর্তা শাহাজ উদ্দিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সামাজিক কুসংস্কার, দারিদ্র্যতা, নিকাহ রেজিষ্টারদের দুর্বলতাসহ নানা কারণে বন্ধ হচ্ছে না বাল্যবিয়ে। কোথাও কোনো বাল্যবিয়ে ও শিশু নির্যাতনের মতো কোনো ঘটনা সংঘটিত হলে ১০৯, ৩৩৩ অথবা ৯৯৯ নাম্বারে যোগাযোগ করার আহবান জানান বক্তারা। সভার শুরুতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পক্ষ থেকে বাল্যবিয়ে প্রতিরোধে একটি সচিত্র ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
