শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে উৎসব মুখর পরিবেশে দীপাবলী উদযাপন
শেরপুরে উৎসব মুখর পরিবেশে দীপাবলী উদযাপন

শেরপুরে উৎসব মুখর পরিবেশে দীপাবলী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : শেরপুরে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ নভেম্বর) শহরের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করা হয়। সেই সাথে রাতে শহরের অর্ধশত মণ্ডপে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।
রোববার সন্ধ্যায় সকল কিছু থেকে অশুভ দূর করার ও আঁধার থেকে আলোর পথে চলার প্রত্যয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় শহরজুড়ে ঢাক-ঢোল বাজানো এবং পটকা ও আতশবাজি পোড়ানো হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় শহরের নয়আনী বাজার এলাকার মা ভবতাঁরা কালিমন্দিরে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা।


দীপাবলি বিষয়ে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও প্রথম আলোর সাংবাদিক দেবাশীষ সাহা রায় বলেন, হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাজা রামচন্দ্র রাবণকে বধ করার পর বিজয় উদযাপনের অংশ হিসেবে কার্তিক মাসের অমাবস্যার এই দিনে দীপাবলি উৎসব পালন করেছিলেন। মূলত অশুভ শক্তি আর অন্ধকারকে দূর করার জন্যই এই উৎসব পালন করা হয়। তাই আজকের এই শুভ দিনে প্রতিটি মানুষের জীবনের অন্ধকার দূর হোক, আলোয় ভরে উঠুক সকলের জীবন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here