শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর রবিবার দুপুরে অনুষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।
ব্র্যাকের এ্যসোসিয়েট অফিসার হামিরুল ইসলামের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আবেদ আলী, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য রাশেদা বেগম, ইমাম ও হাফেজ মিরাজুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ম্যানেজার সোশ্যাল মোবিলাইজেশন-সিরাজগঞ্জ মো: সাজ্জাদুজ্জামান চৌধুরী, শেরপুর জেলা ব্যবস্থাপক (ডিএম) বিদ্যুৎ কুমার নন্দী প্রমুখ।
সভায় বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে নানা পদক্ষেপ ও করনীয় বিষয়ে বক্তব্য রাখেন।
