শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর শহরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
শেরপুর শহরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শেরপুর শহরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে জেলা শহরের পৌরসভার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়কের দুই পাশে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ১২ নভেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শেরপুর পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ অভিযানকালে জেলা শহরের নিউমার্কেট মোড় থেকে খরমপুর মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাটের অবৈধ স্থাপনা বুল ডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়। পৌরসভা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীনের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাটের সাইন বোর্ডসহ বিভিন্ন স্থাপনা বুল ডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়।
অভিযানকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারি প্রকৌশলী মো. খোরশেদ আলম, সার্ভেয়ার আঃ মান্নান, সহকারি উপ-পরিদর্শক মো. নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here