আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে কাজ করছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। দেশের মানুষের জীবন মানোন্নয়নে কাজ করছেন, দেশকে সমৃদ্ধশালী করছেন। দেশের অর্থনৈতিক চালিকা শক্তিতে গতিশীল করছেন।
তিনি ১২ নভেম্বর রবিবার বিকেলে শেরপুরের নকলায় উপজেলা পরিষদ চত্বরে মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে উপজেলার গণপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার ও বানেশ্বর্দী ইউনিয়ন এবং নকলা পৌরসভার সকল নিম্ম মাধ্যমিক, মাধ্যমিক ও সমমান দাখিল মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১৬ জন করে শিক্ষার্থীর মাঝে মাথাপিছু ১ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা এবং তার ঐচ্ছিক তহবিল হতে কবরস্থানে মাটি ভরাট ও শ্মশ্মানের উন্নয়নের জন্য ৫ হাজার টাকা করে চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশকে আরও উন্নতির দিকে নিতে গেলে আমাদের শিক্ষার হার আরও বাড়াতে হবে। দেশের মানুষকে নিরক্ষরমুক্ত করতে হবে। জাতি শিক্ষিত হলে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছবে।
মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ একমাত্র সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় এসে নারীশিক্ষাকে অবৈতনিক করেছে। শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতে বিনামূল্যে নতুন বইয়ের ব্যবস্থা করেছে। শীতের কম্বল থেকে শুরু করে বিতরণ করছে আর্থিক প্রণোদনা। উন্নয়ন থেকে বাদ পড়ছে না মসজিদ, মন্দিরসহ সকল ধরণের উপাসনালয় কবরস্থান ও শ্মশ্মান। কৃষির উন্নয়নে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ নানা কৃষি উপকরণ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ পাচ্ছেন।
ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা প্রধানমন্ত্রী দেশের মানুষের জীবন মানোন্নয়নে কাজ করছেন : সংসদ উপনেতা মতিয়া চৌধুরী