শ্রীবরদী প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি ও অগ্নিসংযোগের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ১০ নভেম্বর শুক্রবার বিকেলে পৌর শহরের চৌরাস্তা মোড় এলাকার শহীদ মিনার মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন রেজার সঞ্চালনায় সমাবেশে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ছালাহ উদ্দিন সালেম।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক আহব্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, উপজেলা তাঁতীর লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শ্রমিক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
