শেরপুরে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাহমুদুল হক বাবু, নাহিদ হাসান প্রমুখ।
পরে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে কমিউনিটি সেন্টার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা।
এদিকে জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শহরের নিউমার্কেট এলাকায় আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।