শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
শেরপুরে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শেরপুরে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

‘সত্যে তথ্যে ২৫’ ও ‘হারবে না বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০ নভেম্বর শুক্রবার প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. সুধাময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম হিরো, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, প্রথম আলো শেরপুর বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন সভাপতি হাফেজুল করিম রুবেল, অদম্য মেধাবী আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।
আলোচনা সভায় ড. সুধাময় দাস বলেন, প্রথম আলো সৃষ্টিশীলতাকে অনুপ্রেরণা দেয়। প্রথম আলো সত্যকে ভালোবাসে। যদিও সত্য প্রকাশ করা খুব কঠিন এবং শতভাগ সত্যকে উদ্ঘাটিত করা সম্ভব হয়না। তথাপি প্রথম আলো তার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সত্যকে প্রকাশের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক কথায় বলা যায়, কঠিনেরে ভালোবেসে প্রথম আলো সত্যকে প্রকাশ করছে।
অনুষ্ঠানে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, প্রথম আলো যেন সূর্যের আলোর রশ্মির মতো। সূর্য যেমন প্রতিদিন সকালে উদয় হয়ে অন্ধকারকে দূর করে পৃথিবীকে আলোকিত করে দেয় তেমনি প্রতিদিন ভোরে প্রকাশিত প্রথম আলো সত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করে দেয়। প্রথম আলোর আয়নায় বাংলাদেশকে দেখা যায়। প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে এটি দেশের একটি শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।
আলোচনাশেষে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী। এতে শেরপুর বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন কয়েকজন সদস্যসহ শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, বর্তমান সভাপতি রবিন সাহা, সহসভাপতি জয় সাহাসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here