শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তি: গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তি: গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তি: গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিএনপি-জামায়াতকে পরাজিত অপশক্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ৯ নভেম্বর বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গাজীপুর বাসি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তবে তাদের সহিংসতার কারণে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ রাজপথে রয়েছে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত ২০১৪ সালে, ২০১৮ সালে পরাজিত হয়েছিল। সামনেও তারা পরাজিত হবে।’
বৃহস্পতিবার সকালে চান্দনা চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর কাছে বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাসন থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোকশেদ আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কবির মণ্ডল। এছাড়া মহানগর ও থানা পর্যায়ের নেতারা শান্তি সমাবেশে বক্তব্য রাখেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =