বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সিরাজগঞ্জে মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঔল ওভার ব্রিজ এলাকায় এ সব ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে কামারখন্দের ঝাঐল এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকটির কেবিন পুড়ে গেছে। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম বলেন, আগুন দেয়া ট্রাকটির সামনের কেবিন সামান্য ক্ষতি এবং গ্লাস ভেঙে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। তিনি জানান, কাউকে গ্রেপ্তার করা যায়নি।
