শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ই-পাসপোর্টে প্রবেশ করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ই-পাসপোর্টে প্রবেশ করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ই-পাসপোর্টে প্রবেশ করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ই-পাসপোর্টে প্রবেশ করেছি। দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি। ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি। আমাদের সারা পৃথিবীতে সাড়ে ৩ কোটি ইমআরপি পাসপোর্ট রয়েছে। আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মাট বাংলাদেশ। আমরা দ্রত স্মাট বাংলাদেশে প্রবেশ করছি। আমাদের টার্গেট ২০৪১ সাল কিন্তু ২৩ সালেই আমরা রূপান্তিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। দেশে শুধু নয় বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশাংসা শুনতে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সামনে ই-পাসপোর্টকে আরও সম্প্রসারিত করব। আগে দিনে দুই থেকে তিন হাজার পাসপোর্ট হতো এখন আশ্চর্যের বিষয় দিনে ২৫ হাজার ই-পাসপোর্ট বের হয়। বাংলাদেশ যে কত খানি এগিয়ে যা এ ক্ষেত্রে বুঝা যায়। দেশে আমরা প্রতি সপ্তাহে যে পাসপোর্ট বিতরণ করি। তা অন্যদেশের লোক সংখ্যাও তত নয়। তা প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে। ৪ কোটি ১ লাখ টাকা ব্যয়ে নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নিমার্ণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here