চট্টগ্রামে পাকিস্তানকে টি-টােয়েন্টি সিরিজে হারানোর পর ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ নারী দল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খায় স্বাগতিকরা। যদিও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে ১-১ সমতায় এনেছে নিগার সুলতানা জ্যোতিরা।
শুক্রবার অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে জয়ের ব্যাপারে আশাবাদই ব্যক্ত করলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, ‘ড্রয়ের দিকে তো আর চিন্তা-ভাবনা নেই। দেখেন, আমাদের হাতে অনেক বড় সম্ভবনা আছে সিরিজটা নেয়ার। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার ওপর। আমরা চাই ইতিবাচক ক্রিকেট খেলে। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে, যদি আমরা সিরিজটা নিতে পারি।’
জ্যোতি বলেন, ‘যেহেতু আমরা আন্তর্জাতিক সিরিজগুলো খেলছি, আমাদের সুযোগ অনেক বেশি আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটা হতে পারে পরবর্তী ম্যাচেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ২টা পয়েন্ট অর্জন করতে পারি, তাহলে র্যাংকিংয়ে আমরা আরো বেশি এগিয়ে যাবো।’
‘কাল একদম একটা ফ্রেশ ডে। মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। যেভাবে আমরা গত ম্যাচে জিতেছি, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক বড় একটা সুযোগ থাকবে। আরো ভালো ক্রিকেট খেলে যেন পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজটা নিশ্চিত করতে পারি।’ যুক্ত করেন টাইগ্রেস কাপ্তান।