নিজস্ব প্রতিবেদক : শেরপুর সদর উপজেলার দরিদ্র- অতিদরিদ্র ও নানা জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ও শিক্ষার্থীদের হাতে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ তুলে দিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক এমপি।
৭ নভেম্বর মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই টাকা বিতরণ করেন তিনি।
জানা যায়, শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপির ২০২৩-২০২৪ অর্থবছরের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিল থেকে ১৭৭ জনের মাঝে বিভিন্ন হারে ৩ লাখ ৭৫ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।
অর্থবিতরণকালে সহকারী কমিশনার ভূমি ঈফফাত জাহান তুলি, শেরপুর জেল আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত উপস্থিত ছিলেন।
