শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ করলেন হুইপ আতিক
শেরপুরে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ করলেন হুইপ আতিক

শেরপুরে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ করলেন হুইপ আতিক

নিজস্ব প্রতিবেদক : শেরপুর সদর উপজেলার দরিদ্র- অতিদরিদ্র ও নানা জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ও শিক্ষার্থীদের হাতে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ তুলে দিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক এমপি।
৭ নভেম্বর মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই টাকা বিতরণ করেন তিনি।
জানা যায়, শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপির ২০২৩-২০২৪ অর্থবছরের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিল থেকে ১৭৭ জনের মাঝে বিভিন্ন হারে ৩ লাখ ৭৫ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।
অর্থবিতরণকালে সহকারী কমিশনার ভূমি ঈফফাত জাহান তুলি, শেরপুর জেল আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here