নিজস্ব প্রতিবেদক : শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা বিষয়ক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সন্ধায় লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রঞ্জিত চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রৌশন, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপ দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মো: সোহেল রানাসহ জেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।