শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে সড়কে টায়ারে আগুন, নিরাপত্তা জোরদার
শ্রীবরদীতে সড়কে টায়ারে আগুন, নিরাপত্তা জোরদার

শ্রীবরদীতে সড়কে টায়ারে আগুন, নিরাপত্তা জোরদার

বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধকে কেন্দ্র করে শেরপুরের শ্রীবরদীতে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৬ নভেম্বর সোমবার সকাল ৬টার দিকে শ্রীবরদী উপজেলার ধামাহাটা ব্রিজ, তাতীহাটি ও ডাকবাংলো এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।
পুলিশ জানায়, সোমবার সকালে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো শুরু করে পুলিশ। ওইসময় পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনার পর থেকেই প্রতিটি মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করার পাশাপাশি পুলিশী টহল জোরদার করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 19 =