শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে বর্তমান শেখ হাসিনা সরকারের সাফল্য ও সদর-১ আসনের উন্নয়ন সংক্রান্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বিকেলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুলে এই পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টুর সঞ্চালনায় সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রৌশন, সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপদপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন্নাহারসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।