শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় দূরপাল্লার বাসে স্কট সেবা দিবে র‍্যাব
দূরপাল্লার বাসে স্কট সেবা দিবে র‍্যাব

দূরপাল্লার বাসে স্কট সেবা দিবে র‍্যাব

র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, আট থেকে দশটি বাসকে আমরা একত্রিত করে স্কট সুবিধা দিব। পাশাপাশি নিরাপদ পণ্য পরিবহনে নিরাপত্তা দেওয়া হবে। ৬ নভেম্বর সোমবার দুপুরে গণমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
কমান্ডার মঈন বলেন, শনিবার আমাদের র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তাসহ বেশ কয়েকজন ঢাকা, সাভার, গাজীপুর ও কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বিপুল পরিমাণ গার্মেটস পরিদর্শন করেছি। পরিদির্শন পরবর্তীতে আমরা গার্মেন্টস শিল্পকে নষ্ট করার জন্য যারা সহিংসতা ও নাশকতা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি৷ যারা পেছনে থেকে এদের উস্কানি দিচ্ছে বা যারা নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে এই ধরণের সহিংসতা করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যারা গার্মেন্টস কর্মী বা শ্রমিক না, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। এই গার্মেটসে যে অরাজকতা করে, যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়৷ এরকম একজনকে আমরা আটক করেছি এবং আপনারা দেখেন আমাদের এমন কঠোর বার্তার কারণে সেখানে কিছুটা শান্তি বিরাজ করছে।
বাসে স্কট সেবা ও পণ্য পরিবহনে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আজকে যে অবরোধ, এই অবরোধ উপলক্ষে মূলত আমাদের দেশব্যাপী ৪৬০টা টহল রয়েছে। আমরা সম্মিলিত টহল দিচ্ছি, আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন ও যাত্রী পরিবহনের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ বিভিন্ন দূরপাল্লার যে পরিবহন রয়েছে, যেগুলো ঢাকা থেকে খুলনা, চট্টগ্রাম থেকে ঢাকা বা বগুড়া উত্তরবঙ্গ যাবে তাদের মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে আট থেকে দশটি বাসকে আমরা একত্রিত করে স্কট প্রদানের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেব। এইরকম একটি সমন্বয়ও আমরা করছি, মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে। আশাকরি জনগনের দুর্ভোগ যারা দূরপাল্লার বাসে আসছে ঢাকায় বা ঢাকা থেকে বিভিন্ন জেলায় এতে করে তাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =