শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষার্থীদের যোগ্যতা ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষার্থীদের যোগ্যতা ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষার্থীদের যোগ্যতা ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি পঠন যোগ্যতা ও গনিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। শিক্ষক জহুরুল হক মিলন ও সহকারী শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখার সভাপতি মাসুদ হাসান। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা রিসোর্স সেন্টারের তত্ত্বাবধায়ক মফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ। প্রতিযোগিতা অনুষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ২৭ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here