শেরপুর প্রতিদিন ডট কম

Home ক্রিকেট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘অদ্ভুতভাবে’ আউট হলেন লঙ্কান ব্যাটার
ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘অদ্ভুতভাবে’ আউট হলেন লঙ্কান ব্যাটার

ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘অদ্ভুতভাবে’ আউট হলেন লঙ্কান ব্যাটার

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারায় সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। সেই শঙ্কা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি লাল-সবুজের প্রতিনিধিরা। আগে বল করতে নেমে শুরুতে তিন উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চেপে ধরলেও চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে বড় সংগ্রহের দিক এগোতে থাকে কুশল মেন্ডিসের দল। সেই জুটি ভেঙে টাইগারদের ম্যাচে ফেরান সাকিব আল হাসান। তবে এর পরেই ‘অদ্ভুতভাবে’ আউট হন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকেটের ইতিহাসে আউট হয়ে রেকর্ডবুকে জায়গা করেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে ২৫তম ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউস। কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে গেছেন তিনি। যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি তিনি। ফলে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি এই ব্যাটার। এসবের মাঝে সময় গড়াতে থাকে, ফলে টাইগার অধিনায়ক সাকিব আবেদন করলে আম্পায়াররা আউট ঘোষণা দেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু লঙ্কান এই ব্যাটার সেটি করতে ব্যর্থ হন। এতে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইমড আউট দিয়েছেন আম্পায়াররা। আর এতেই ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম এই ‘অদ্ভুত’ আউটের সাক্ষী হলেন ক্রিকেট প্রেমীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪৯ রান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =