নিজস্ব প্রতিবেদক : শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর সন্ধায় চকসাহাব্দী স্কুল মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। আলোচনা সভার উদ্বোধন করেন বলাইরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন জিয়াউলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রৌশন, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন্নাহারসহ জেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।