শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
শেরপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শেরপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার বিকেলে সদর থানা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে সদর থানা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল। ওইসময় তিনি বলেন, কমিউনিটি পুলিশিং একটি স্বেচ্ছাসেবী সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা। এটির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশিদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। আগামী দিনে জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত কমিউনিটি পুলিশের কার্যক্রম জোরদার করা হবে উল্লেখ করে তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সমাজের দায়িত্বশীলদের সহযোগিতার আহবান জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও জেলা কমিউনিটি পুলিশের আহবায়ক নুরুল ইসলাম হিরু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল্লাহ সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্যগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কমিউনিটি পুলিশের কার্যক্রমে অবদান রাখায় ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আনার উল্যাহ ও ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিককে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 6 =