শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ ফুলপুরে গ্রামাউসের উদ্যোগে বিশেষ চক্ষুক্যাম্প অনুষ্ঠিত
ফুলপুরে গ্রামাউসের উদ্যোগে বিশেষ চক্ষুক্যাম্প অনুষ্ঠিত

ফুলপুরে গ্রামাউসের উদ্যোগে বিশেষ চক্ষুক্যাম্প অনুষ্ঠিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ফুলপুরে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর উদ্যোগে বিশেষ চক্ষুক্যাম্প পরিচালিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গ্রামাউসের নগুয়া গ্রামাউস সমৃদ্ধি শাখার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে গ্রামাউস কর্তৃক পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই বিশেষ চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত চক্ষুক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামাউসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন, মোখছেদুর রহমান জুয়েল, সাংবাদিক এ টি এম রবিউল করিম, ডা: শায়লা পারভীন শান্তা প্রমুখ।
সভাপতিত্ব করেন কর্মসূচি সমন্বয়কারী রাঘব নন্দন দত্ত। পরিচালনা করেন আনোয়ার হোসেন প্রমুখ। ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের সার্বিক সহযোগিতা উক্ত চক্ষুক্যাম্পটি পরিচালিত হয়।
সারাদিনে ৫০৮ জন মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। ঔষধ দেওয়া হয় ২৩৩ জনকে, চশমা দেওয়া হয় ২২৫ জনকে, ছানী অপারেশনের জন্য নির্বাচন করা হয় ১৪৫ জনকে। যারা ছানীর অপারেশনের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা আগামী ১৪ নভেম্বর ময়মনসিংহ ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসতাপালে বিনা মূল্যে চিকিৎসা পাবেন। এমনকি যাতায়াতের ভাড়াও তাঁদেরকে দেওয়া হবে।

উল্লেখ্য যে প্রতি বছর গ্রামাউস এ ধরণে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজকরা করে


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =