শেরপুরে কলঙ্কময় ও বেদনা বিধুর ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সকালে চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসেন, সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আঁধারসহ জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহিদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এস,আর জামে মসজিদের ইমাম আনিসুর রহমান আনাস।