ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। ৩নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা: মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাজু আহম্মেদ মহির, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল ইসলাম ফটিক, উপজেলা তাতী লীগের আহবায়ক আমিরুল ইসলাম, যুবলীগ নেতা রকিবুল হাসান রুকন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা খুনি মোস্তাকের নেতৃত্বে জাতিকে মেধা শুন্য করতে জাতিয় চার নেতাকে জেলখানার মধ্যে হত্যা করে। ওই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবী জানান।
আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
