শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ‘হত্যার পর গুম’ হওয়া নারী পোশাকশ্রমিক জীবিত উদ্ধার করলো র‌্যাব
‘হত্যার পর গুম’ হওয়া নারী পোশাকশ্রমিক জীবিত উদ্ধার করলো র‌্যাব

‘হত্যার পর গুম’ হওয়া নারী পোশাকশ্রমিক জীবিত উদ্ধার করলো র‌্যাব

হত্যার পর লাশ গুম হয়েছে বলে গুজব ওঠা সেই নারী পোশাকশ্রমিক জোসনা বেগমকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১ নভেম্বর বুধবার মিরপুরের পল্লবী এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ২ নভেম্বর বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম।
এদিকে গত ৩১ অক্টোবর মিরপুরের একটি গার্মেন্টসে সংঘর্ষে জোসনার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপর সেই গুজব ঘিরে বুধবার (১ নভেম্বর) দিনভর বিক্ষোভ করতে থাকেন পোশাকশ্রমিকরা। এনিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে র‌্যাব-৪। তখন তারা দাবি করেন, পোশাকশ্রমিক জোসনা বেগমকে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে।
এএসপি মাজহারুল ইসলাম বলেন, পোশাকশ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত শুরু করে র‌্যাব-৪। পরে বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here